মাদারীপুর সড়ক দুর্ঘটনায় মামলা
মাদারীপুরের শিবচরে রোববারের সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্বজনরা আকস্মিক শোকে বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুলনা থেকে ঢাকার দিকে আসতে থাকা ইমাদ পরিবহনের ওই বাস দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। জেলা প্রশাসনের ৬ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। খুলনা থেকে দানিয়েল সুজিত বোস এর রিপোর্ট।