চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গুজরাটের বিপক্ষে হেরে শীর্ষ হারাল লক্ষ্ণৌ

KSRM

আইপিএলের এবারের আসরে দুর্দান্ত খেলছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৬ ম্যাচে ৪ জয়ে ছিল টেবিলের শীর্ষে। সপ্তম ম্যাচে গুজরাটের অল্প সংগ্রহ পেরোতে পারেনি লোকেশ রাহুলের দল। ৭ রানে হেরে শীর্ষস্থান হারাল সুপার জায়ান্টস।

টস জিতে আগে ব্যাটে নেমে খুব বেশি রান করতে পারেনি গুজরাট টাইটান্স। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বোলারদের কিপটে বোলিংয়ে ১৩৫ রান সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে। ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে লক্ষ্ণৌ। গুজরাটের বিপক্ষে হারায় ৭ ম্যাচে ৪ জয়ে রানরেটে পিছিয়ে টেবিলের দুইয়ে নামল সুপার জায়ান্টস। এক ম্যাচ কম খেলে সমান জয়ে রানরেটে এগিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। গুজরাটের পয়েন্টও সমান। তবে রানরেটে পিছিয়ে থেকে চারে অবস্থান তাদের।

Bkash July

লক্ষ্ণৌর মাঠে শুরুতেই উইকেট হারায় গুজরাট। ১.২ ওভারে রানের খাতা না খুলে ফেরেন শুভমন গিল। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৮ রান সংগ্রহ করে সফরকারী দল। দলীয় ৭২ রানে ফেরেন ঋদ্ধিমান শাহা। ৩৭ বলে ৪৭ রান করেন তিনি। পরে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। ৫০ বলে ৬৬ রান করেন হার্দিক। শেষঅবধি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ করে ১৩৫ রান।

লক্ষ্ণৌর হয়ে দুটি করে উইকেট নেন স্টয়নিস ও ক্রুনাল পান্ডিয়া।

Reneta June

জবাবে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় লক্ষ্ণৌ। প্রথম উইকেট জুটিতে আসে ৫৫ রান। ৬.৩ ওভারে ফেরেন ওপেনার কাইল মেয়ার্স। ১৯ বলে ২৪ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটের পতন ১০৬ রানে। ১৪.৩ ওভারে ফেরেন ক্রুনাল। ২৩ বলে ২৩ রান করে যান।

১৬.৫ ওভারে দলীয় ১১০ রানে ফেরেন নিকোলাস পুরান। ৭ বলে ১ রান করেন। ১৯.২ ওভারে ফেরেন একপ্রান্ত আগলে রাখা লোকেশ রাহুল। ৬১ বলে ৬৮ রান করেন লক্ষ্ণৌ অধিনায়ক। পরের তিন বলে আরও তিন উইকেট হারায় স্বাগতিক দল। দুই ব্যাটার হয়েছেন রানআউটের শিকার। শেষঅবধি ৭ উইকেটে ১২৮ রানে শেষ হয় সুপার জায়ান্টসদের ইনিংস।

গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন মোহিত শর্মা ও নূর আহমেদ। রাশিদ খান নিয়েছেন একটি উইকেট।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View