চলতি বছর বলিউডের সবচেয়ে কম রেটিং পাওয়া ছবির তালিকায় অন্যতম একটি নাম হলো বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে অভিনীত ছবি ‘লাইগার’। তবে এবার শুধু ‘ফ্লপ’ এর তকমা নয় বরং তার থেকেও বেশি বিপজ্জনক পরিস্থিতির শিকার হলেন ‘লাইগার’ ছবির পরিচালক পুরী জগন্নাথ।
অনেক আশা নিয়ে বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পান্ডে এবং আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসনের সঙ্গে কাজ করেছিলেন এই পরিচালক। কিন্তু সে ছবির জন্যই এবার বিপদের পড়লেন তিনি।
ক্ষতিপূরণের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছেন ছবির ডিস্ট্রিবিউটাররা। এমনটাই দাবি উঠেছে পরিচালক রামগোপাল বার্মার একটি টুইটের মাধ্যমে।
জানা যায়, বলিপাড়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হচ্ছে যেখানে পুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়েছে। মূলত ছবি ফ্লপ করার পর ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দেওয়ার দাবিতে এই বিক্ষোভের ডাক। যেখানে সময় এবং তারিখও দেওয়া আছে। যেটি আগামী ২৭ অক্টোবর সকাল ৯টা। বলা হয়েছে, বেশি করে জামাকাপড় নিয়ে আসতে, কারণ এই প্রতিবাদ নাকি কমপক্ষে চারদিন চলতে পারে।

সেই মেসেজের ছবি পোস্ট করে রামগোপাল লিখেছেন, ‘ডিস্ট্রিবিউটরদের গ্রুপে ‘লাইগার’ নিয়ে হুমকি দেওয়া মেসেজ পাঠানো হচ্ছে’। এরপরে আবারও একটি টুইট করেন বার্মা। যেটি পুরীর জবাব বলে দাবি করা হয়েছে।
যেখানে পুরী সমস্ত ডিস্ট্রিবিউটরকে গালমন্দ করেন। পুরীর সেই বার্তার সারমর্ম হল, টাকা ফেরত দেওয়ার কথা নয়, তারপরেও তিনি দিয়েছেন অনেককে। তার কারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সম্মান জানানো উচিত ছিল বলে মনে করেছিলেন তিনি। কিন্তু যারা তার বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করছেন, তাদের একটি টাকাও দিতে রাজি নন বলে জানান তিনি।
সূত্র: নিউজ ১৮