চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজীবন সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২- পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট

ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে বসেছে দক্ষিণ এশিয়ার সংগীত নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’-পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন বসে। তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আজীবন সম্মাননা। এ বছর এই সম্মাননা পেলেন সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা।

বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।

পুরস্কার প্রাপ্তির পর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এমন স্বীকৃতি পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি ও সম্মান সব সময়ই আনন্দদায়ক। প্রত্যেক শিল্পীই কাজের স্বীকৃতি পেতে চায়। আজ আমাকে যে সম্মান দেওয়া হলো, এতে সৃষ্টিকর্তা, আমার মা-বাবা, শ্রোতা, আমার ছাত্রছাত্রী—সবার কাছেই কৃতজ্ঞতা। যখন এমন সম্মাননা পাই তখন ভাবতে থাকি, আসলে আমি এর যোগ্য কি না! সেই যোগ্য যেন হয়ে উঠতে পারি, সব সময় সেই প্রার্থনা করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও শাহীন আকতার রেনী।

শেখ রাসেলের জন্মদিনে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে আয়োজনের ১৭তম আসরটি তারায় তারায় পূর্ণ।

ভিন্ন কলেবরের এই আয়োজনে পারফর্ম করবেন দেশের খ্যাতিমান কিংবদন্তী শিল্পী সহ এই সময়ের জনপ্রিয় শিল্পী, অভিনেতারাও।

জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন অপু মাহফুজ ও সেরাকণ্ঠ খ্যাত সংগীতশিল্পী কোনাল।