স্বাধীনতা পরবর্তী বাংলা চলচ্চিত্রে সন্দেহাতীত ভাবে গুরুত্বপূর্ণ নাম হাবিবুর রহমান। কালজয়ী ও ভিন্নধারার বেশকিছু সিনেমার প্রযোজক তিনি। ১৯৭২ সালে ১৬ জুলাই কিংবদন্তী নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। শনিবার (১৬ জুলাই) চলচ্চিত্রে তার ৫০ বছর পূর্ণ হলো।
কালজয়ী সব সিনেমার প্রযোজকের এই বিশেষ দিনটি উদযাপনের উদ্যোগ নেয় চ্যানেল আই। এদিন দুপুরে বিশেষ তারকা কথনের আয়োজন করে চ্যানেলটি। যেখানে সশরীরে উপস্থিত হন গুণী প্রযোজক হাবিবুর রহমান খান। সঙ্গে ছিলেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, ছটকু আহমেদ ও ‘আজব কারখানা’র নির্মাতা শবনম ফেরদৌসী।
তারকা কথন অনুষ্ঠানে সিনেমা প্রযোজনায় নাম লেখানোর সময়কাল এবং ঋত্বিক ঘটকের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন হাবিবুর রহমান। এসময় অন্য অতিথিরাও তার মতো পেশাদারি প্রযোজনা ভাবনার প্রশংসা করেন। সেই সাথে সাহিত্য প্রধান গল্পের চলচ্চিত্র প্রযোজনায় তার অবদানের কথাও তুলে ধরেন।
চ্যানেল আইয়ের পক্ষ থেকে প্রযোজক হাবিবুর রহমান খানের হাতে এসময় তুলে দেয়া হয় ৫০ বছর পূর্তি উদযাপনের স্মারক ক্রেস্ট। অনুষ্ঠান শেষে কেক কেটে সিনেমায় ৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নেন গুণী এই প্রযোজক। এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধান ও শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম এবং অভিনেতা শহিদুল আলম সাচ্চু।

হাবিবুর রহমান প্রযোজিত প্রথম ছবি ‘তিতাস একটি নদীর নাম’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ২৭ জুলাই। পরবর্তী সময়ে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিলসহ আরো অনেক ছবি। তার বরাবরই লক্ষ্য ছিল সাহিত্যনির্ভর বা শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণের দিকে।
হাবিবুর রহমান দুটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। একটি হলো আশীর্বাদ চলচ্চিত্র। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি শুধু যে শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণ করেছে তা নয়। এই প্রতিষ্ঠান থেকে অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিবেশিতও হয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবির নাম উল্লেখযোগ্য।

এছাড়া তিনি ছবির কাজের জন্য ১৯৭২ সালের ১৬ জুলাইতেই একত্রিত করেন একঝাঁক মেধাবী তরুণকে। ছবির পেছনে নানা ভূমিকায় কাজ করেন ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দীন রিজভী, আখন্দ সানোয়ার মোরশেদ, শমশের আহমেদ, আওলাদ হোসেন চাকলাদার, এ জে মিন্টু ও ছটকু আহমেদ। এরপর তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাওন সাগর লিমিটেড’। সাতজন ছিলেন এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক।
গত ৫০ বছরে হাবিবুর রহমান খানের পৃষ্ঠপোষকতায় অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তারা। তাদের সেই অবদানের কথা তুলে ধরতেই ছটকু আহমেদ তৈরি করছেন তথ্যচিত্র ‘চলচ্চিত্রে আমাদের ৫০ বছর’।
ছটকু আহমেদসহ নির্মাতা এ জে মিন্টু, ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দিন রিজভী, প্রযোজক হাবিবুর রহমান খান ও শমশের আহমেদকে নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি। চ্যানেল আইতে তথ্যচিত্রটি প্রচার হবে ১৭ জুলাই সন্ধ্যা ৬টায়।