চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দীর্ঘদিন পর ইংল্যান্ড দলে আর্চার

স্বেচ্ছায় জাতীয় দল থেকে ব্রাত্য হননি জোফ্রা আর্চার। কনুই ও পিঠের চোট তাকে ক্রিকেট থেকে দূরে রেখেছিল প্রায় দুই বছর। ইংল্যান্ডকে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা দ্রুতগতির পেসার আবার ফিরেছেন থ্রি লায়ন্স দলে। সাউথ আফ্রিকার বিপক্ষে একদিনের ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

আসছে বছরের জানুয়ারির শেষ দিকে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজের ১৪ সদস্যে রয়েছে আর্চারের নাম। প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে অন্যতম সেরা অস্ত্র পাবে বলে আশাবাদী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ছয় দিনের সফরে ২৭ জানুয়ারি প্রথম এবং পরেরটি ২৯ জানুয়ারি ও ২ ফ্রেব্রুয়ারি হবে সিরিজের শেষ ম্যাচ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বৃহস্পতিবার ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘কনুইয়ের চোট থেকে সেরে উঠছেন জোফ্রা আর্চার। আগামী মাসে সাউথ আফ্রিকায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’ চোট সারিয়ে দলে ফিরেছেন মিডিয়াম পেসার রিচ টপলি।

২৭ বর্ষী বিশ্বকাপ জয়ী পেসার সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০২১ সালের মার্চে, ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি। এরপর থেকেই চোট তাকে ছিটকে দিয়েছে। ২০২২ সালের পুরো মৌসুম দর্শক হয়ে কাটাতে হয় আর্চারকে। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ফিরলে ভাঙবে তার এক বছর নয় মাসের বিরতি। যেটি ওয়ানডে ক্রিকেটে আরও বেশি, সময়ের হিসেবে তা প্রায় দুই বছর।

গলফ খেলতে গিয়ে চোটে পড়া জনি বেয়ারস্টো এখনও পুরোপুরি ফিট নন। অভিষেকের অপেক্ষায় থাকবেন পাকিস্তানের বিপক্ষে টেস্টে তিন শতক হাঁকানো হ্যারি ব্রুক। জশ বাটলারের নেতৃত্বের সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশভুক্ত। টেবিলের ১১ নম্বরে থাকা প্রোটিয়াদের নিজেদের বাঁচানোর সিরিজও বটে, ইংলিশরাও চাইবেন তিন নম্বর থেকে আরও উপরের দিকে উঠতে।

প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, জোফ্রা আর্চার, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি স্টোন, রিচ টপলি, ডেভিড উইলি ও ক্রিস ওকস।