আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী সেল চালু করেছে। ওই সেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানো যাবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নির্বাচনী সেল খোলা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে ০২৪৭১১৮৭০২ নম্বরে যোগাযোগ করার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।
প্রাপ্ত অভিযোগ দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







