চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নৌযানে ৩০ শতাংশ ভাড়া বাড়লো

দেশের নৌপথে চলাচল করা নৌযানে ৩০ শতাংশ ভাড়া বাড়িয়ে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ ১৬ আগস্ট থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

নৌ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ানো হয় বাসের ভাড়া। এরপর আজ বাড়ল নৌযানের।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম একশ’ কিলোমিটার দুই টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বাড়িয়ে তিন টাকা এবং পরে প্রতি কিলোমিটার দুই টাকা থেকে ৬০ পয়সা বাড়িয়ে দুই টাকা ৬০ পয়সা করা হয়েছে। নিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে।