শেষ হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বিভাগীয় বাছাই পর্ব
ঢাকা বিভাগের মধ্য দিয়ে শেষ হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বিভাগীয় বাছাই পর্ব। আয়োজকরা জানান, বাংলা ভাষার গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। আর মাতৃভাষা সঠিকভাবে শেখা ও নিজেদের সেরাটা দিতে বাংলাবিদে আসার কথা জানান অংশগ্রহণকারীরা।