ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে, প্রার্থীতা প্রত্যাহারের ক্ষেত্রে স্বতন্ত্র ও ১০ দলীয় জোটের প্রার্থীর সংখ্যাই বেশি। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করছেন বলে জানিয়েছেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলেও জানান তিনি।







