চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আহত জন ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৭জন আহত হয়েছে। রামগতি উপজেলার আজাদনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছের পিকআপ রাস্তার পাশে গর্তে পড়ে দুই মৎস্যজীবী নিহত হয়।

এ সময় আরও ৭জন আহত হয়। এ ছাড়াও সন্ধ্যায় সদরের মজুচৌধুরীহাট সড়কে ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়।

নিহতদের মধ্যে রয়েছে, রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা এলাকার আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩২) ও একই এলাকার এমদাদুল হকের ছেলে গিয়াস উদ্দিন(৩৫)। নিহত দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া সদর উপজেলা চররুহিতা এলাকার নুরুল আমিনের ছেলে আবদুর রহিম (৫৫)।

আহতদের মধ্যে মোহাম্মদ আলী, জাবের হোসেন, আজাদ উদ্দিন ও রিয়াদ হোসেনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত অপর তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে রামগতি উপজেলার আজাদনগর এলাকা থেকে পিকআপ ভর্তি মাছ নিয়ে জেলে বেলাল হোসেন ও গিয়াস উদ্দিনসহ অন্যরাসহ রামগতির দিকে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলে মারা যান বেলাল হোসেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান গিয়াস উদ্দিন। এ ছাড়া অন্য আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর।

অপরদিকে সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আদুর রহিম মজুচৌধুরী হাটের দিকে যাচ্ছিলেন। মটরসাইকেলটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুত গতিতে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান  আবদুর রহিম।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোস্তফা কামাল ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, সদরে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ছাড়া রামগতিতে আজাদনগরে নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।