এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অবশেষে বাতিল হল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের লা লিগা ম্যাচটি। যুক্তরাষ্ট্রে খেলার অনুমতি পাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদসহ লিগের অন্যদলগুলো কড়াভাবে বিপক্ষে ছিল এমন সিদ্ধান্তের। লা লিগা জানিয়েছে, ম্যাচটি মিয়ামির মাঠে গড়াচ্ছে না।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আগস্টে বিদেশের মাটিতে লিগের ম্যাচটির জন্য অনুমতি দিয়েছিল। ২০ ডিসেম্বর যার ভেন্যু ঠিক হয়েছিল মিয়ামির হার্ড রক স্টেডিয়াম।
রিয়াল মাদ্রিদ এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে সমালোচনা করে বলেছিল, ‘বিদেশে লিগের ম্যাচ আয়োজন করলে প্রতিযোগিতার ন্যায্যতা নষ্ট হবে। স্পেন সরকার এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বিষয়টি বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে।’
লা লিগার দেয়া সিদ্ধান্তে বাতিল হওয়া ম্যাচটি হবে ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা চেরামিকাতে।
ভিয়ারিয়াল কোচ মার্সেলিয়ানো বলেছেন, ‘এমন সিদ্ধান্ত ক্লাব, সমর্থক, বোর্ড অব ডিরেক্টর ও পেশাদারদের জন্য অসম্মানজনক। মনে করি লা লিগাকে ক্লাব আনুষ্ঠানিকভাবে বার্তা পাঠাবে।’







