চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মহানবীকে অবমাননার প্রতিবাদ: প্রবাসী বিক্ষোভকারীদের ফেরত পাঠাবে কুয়েত

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননার প্রতিবাদে প্রবাসী বিক্ষোভকারীদের কুয়েত থেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটি।

সংবাদ সংস্থা এএনআই স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির প্রচলিত আইন অনুযায়ী প্রবাসীরা কোন প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নিতে পারে না। প্রবাসীরা এ আইন লঙ্ঘন করে বিক্ষোভ করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রবাসীদের গ্রেফতার করে তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেই সকল প্রবাসীদের পুনঃরায় কুয়েতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

কুয়েতে সমস্ত প্রবাসীদের অবশ্যই কুয়েতের আইনকে সম্মান করতে হবে এবং কোনো ধরনের বিক্ষোভে অংশ নেয়া যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে।

তবে প্রতিবাদকারী প্রবাসীদের জাতীয়তা বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

মহানবীকে নিয়ে বিজেপি নেতা নুপুর শর্মার অবমাননাকর মন্তব্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক প্রতিবাদের সূত্রপাত করেছিল। এই অঞ্চলে ভারতীয় দূতদের তলব করে আরব দেশগুলি এই বিষয়ে কঠোর প্রতিবাদ জানানো হয়েছিল।

বিজেপি এর প্রতিক্রিয়ায় জানায়, যারা অবমাননাকর মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে এরই মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়। বলা হয়, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধার উপর জোর দেওয়া হয়। কোনও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা বা কোনও ধর্ম বা সম্প্রদায়ের অবমাননাকে সমর্থন করে না বিজেপি।