কুয়েতে শৈত্যপ্রবাহ ও শীতের তীব্রতা গত দুই দিন যাবৎ বৃদ্ধি পাচ্ছে। গত ৬০ বছরে দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
কুয়েতের আবহাওয়াবিদ ইসা রমজান দেশটির স্থানীয় গণমাধ্যমকে জানান, এই শৈত্যপ্রবাহটি গত ৬০ বছরে কুয়েতে সবচেয়ে তীব্র ফেব্রুয়ারির শৈত্যপ্রবাহের মধ্যে একটি।
তিনি জানান, মাতারাবায় তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যেখানে সালমিতে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
অতিমাত্রায় ঠান্ডার ফলে প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুভূমি অঞ্চলের সকল প্রবাসীকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
বিশেষ করে মরুভূমি অঞ্চলে তাপমাত্রা কমেছে। কারণ সাইবেরিয়ান মেরু অঞ্চল থেকে তীব্র শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা অভূতপূর্বভাবে কমে গেছে।







