চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার টান-টান উত্তেজনার ফাইনালে ব্যবস্থাপনা বিভাগকে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮২ রান করে আইন বিভাগ। সর্বোচ্চ ৪৪ রান করে আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আল সিফাত।

Bkash July

আইন বিভাগের দেওয়া ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে বোলারদের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্যবস্থাপনা বিভাগ। শেষ পর্যন্ত ১৫৩ রান করে সব কয়টি উইকেট হারিয়েছে ব্যবস্থাপনা বিভাগ।

আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সিফাত তিন উইকেট ও ৪৪ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন।

Reneta June

খেলা শেষে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন মাঠে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্সআপ টিমসহ অন্যদের হাতে পুরষ্কার তোলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য  ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ আসাদুজ্জামান,  কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান মো: জামাল নাসের, বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সাবেক নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক।

Labaid
BSH
Bellow Post-Green View