সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বোন নুপুর স্যানন। বোন গাঁটছড়া বাঁধার সঙ্গে সঙ্গেই যেন নিজের বিয়ের ইঙ্গিত দিলেন কৃতি নিজেই?
সম্প্রতি গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নুপুর স্যানন। বিয়ের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও সিলমোহর দিয়ে দিলেন তিনি?
বহু দিন ধরেই জল্পনা, কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান, বহু জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি। কিন্তু আলোচিত প্রেমিক কবীর নিজেই প্রায় সব ফাঁস করে দিলেন। নুপুরের বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন কবীর। তার মধ্যে একটি ছবি কৃতির সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, “অসাধারণ কিছু স্মৃতি ও মানুষ।”
একেবারে যুগলের মতোই তারা ক্যামেরাবন্দি হয়েছেন বলে মত অনুরাগীদের। কৃতি পরেছেন প্যাস্টেল রঙের গাউন। কবীরের পরনে সাদা রঙের ব্লেজার স্যুট। জুটিকে দেখে মুগ্ধ অনুরাগীরা।
মন্তব্যে কৃতির উদ্দেশে তারা লিখেছেন, “আর দেরি কিসের? বোনের বিয়ে দিয়ে দিয়েছেন, এবার আপনিও বিয়েটা সেরে ফেলুন।” কেউ আবার লিখেছেন, “মেড ফর ইচ আদার।” এই ছবিই কি তবে সিলমোহর দিল কৃতি ও কবীরের সম্পর্কে? বিয়েটা কবে? এমন নানা প্রশ্ন উঠছে। তবে এখনও মুখে কুলুপ এটে অভিনেত্রী নিজে।
নুপুর ও স্টেবিন হিন্দু ও খ্রিস্টান এই দুই রীতিতে বিয়ে করেছেন। বিয়েতে ছিল এলাহি আয়োজন। মুম্বাইয়ের প্রীতিভোজের আসরে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।








