চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কেএনএফ আতঙ্কের পর পাহাড়ে অভিযান, একজনের লাশ উদ্ধার

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ২৯ জানুয়ারি সকাল ১১টায় লাশটি উদ্ধার করে পুলিশ। কেএনএফের আতঙ্কে গ্রাম ছাড়ছেন দুর্গম পাহাড়ের বাসিন্দারা।

ঘটনাটি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শনিবার রাতে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে পাইন্দু ইউনিয়নে মুয়ালপি পাড়া থেকে ৪০ জন বাসিন্দা পালিয়ে রুমা উপজেলা সদরে চলে আসেন। পরে আজ (রবিবার) সকালে ঘটনাস্থলের আশপাশে অভিযান চালানো হয়। এ সময় আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মধ্যবর্তী স্থান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি কোন সংগঠনের সদস্যের তা নিশ্চিত করা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পুলিশ জানায়, গত বছরের ১৭ অক্টোবর থেকে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলার কারণে কেএনএফের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম বিভিন্ন পাড়ায় অবস্থান করছে। সেখানে সম্প্রতি গোলাগুলির ঘটনাও ঘটেছে। তাদের অবস্থানের কারণে আতঙ্কিত হয়ে বিভিন্ন পাড়ার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।