চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অতীত সুদিনের জন্য এখনও টিকে আছি: ক্লপ

গ্রীষ্ম মৌসুম শেষের আগে বিভিন্ন লিগে কোচদের বরখাস্তের হিড়িক পড়েছে। শঙ্কায় আছেন ইংলিশ জায়ান্ট লিভারপুলের জার্মান কোচ ইয়ূর্গেন ক্লপও। ইপিএলের দুই কোচ গ্রাহাম পটার ও ব্রেন্ডন রজার্সের বরখাস্তের পর ‘কঠিন পরিস্থিতি যা আলোচনা সাপেক্ষ নয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

‘ওই সম্পর্কে আমি কী বলব। আমার মনে হয় এটা কঠিন পরিস্থিতি যা আলোচনা সাপেক্ষ নয়’ এবং এই কারণে আমি এখনও এই কঠিন দুনিয়ায় টিকে আছি। আমিই শেষ ব্যক্তি।’ পটার ও রজার্সের বরখাস্তের প্রতিক্রিয়ায় ক্লপের ভাষ্য।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘এই মৌসুমে কী করেছি সেজন্য নয় বরং অতীতে কী করেছিলাম সেজন্য আমি এখনও এখানে আছি এবং এই বিষয়ে আমি যথেষ্ট সচেতন। এটা আমার প্রথম মৌসুম হলে কিছুটা কঠিন হতো। আমি এখানে দিতে এসেছি, সেটা শতভাগ জানি। জানি গত কয়েক বছর যা ঘটেছে তার জন্য আছি, কিন্তু তার উপর ভরসা করতে পছন্দ করি না। আমাদের খেলার ধরনের জন্য সত্যিই হতাশ এবং এখান থেকে উত্তরণের জন্য পথ খুঁজে বের করতে হবে।’

প্রিমিয়ার লিগে অনেকদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন জার্মান কোচ ক্লপ। ৭ বছর ১৭৭ দিন দায়িত্বে আছেন, যা ইংলিশ প্রিমিয়ার লিগে কারও তৃতীয় সর্বোচ্চের রেকর্ড। লিগে লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না। চেলসি ও লেস্টার সিটির কোচ গ্রাহাম পটার ও ব্রেন্ডন রজার্সের বরখাস্তে ক্লপের নড়বড়ে অবস্থানের প্রেক্ষিতে ছাঁটাই আলোচনা উঠছে।