নর্থ কোরিয়ার নেতা কিম জং উন এক ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে নাগরিকদের বেশি সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির নাগরিকদের প্রতি ক্রমহ্রাসমান জন্মহার বৃদ্ধির প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন কিম জং উন।
বুধবার ৬ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার পিয়ংইয়ংয়ে মায়েদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তাকে নিচে তাকিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। এসময় শ্রোতাদের মধ্যেও অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়।
কিম জং উন বলেন, জন্মহার হ্রাস রোধ করা এবং শিশুর যত্ন নেওয়া আমাদের গৃহস্থালির দায়িত্বগুলোর মধ্যে অন্যতম। আর এটি আমাদের জাতীয় শক্তিকে আরও শক্তিশালী করবে।
এসময় তিনি জাতিকে শক্তিশালী করার পিছনে মায়েদের ভূমিকা জন্য তাদেরকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমি সবসময় মায়েদের কথা ভাবি। এমনকি যখন আমি ব্যক্তিগত কাজ কিংবা রাষ্ট্রের কাজ নিয়ে কঠিন সময় পার করি তখনও।








