খুলনা সিটি নির্বাচনে প্রচারণা শেষ মধ্যরাতে

খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। প্রথমবারের মতো খুলনা সিটিতে ভোট হবে ইভিএম-এ। ভোটের আগের দিন ইভিএম মেশিন পৌঁছে দেওয়া হবে কেন্দ্রগুলোতে। আওয়ামী লীগ ইভিএমে ভোটকে স্বাগত জানিয়েছে। ইভিএম-এ ভোটের জন্য ভোটারদের প্রশিক্ষণের দাবি জানিয়েছেন বিরোধীদলের প্রার্থীরা।