এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজনীতিতে এসে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসনে তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করেন।
এর মধ্যে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে জয় লাভ করেন। আসনগুলো হলো— বগুড়া-৭, ঢাকা-৫, ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম-৮।
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-১ আসন থেকে জয়ী হন।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাঁচটি আসনে জয় পান। আসনগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পাঁচটি আসনে জয়লাভ করেন।
সেগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, ফেনী-১ ও লক্ষ্মীপুর-২।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি আসনে জয়ী হন। আসনগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
একসময়ের প্রয়োজনে হয়ে উঠেছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরা, নব্বইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া, এক-এগারোর ষড়যন্ত্র মোকাবিলা করা এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অবর্ণনীয় নির্যাতন সহ্য করা বেগম খালেদা জিয়ার জীবন এক ত্যাগের মহাকাব্য।









