ব্রিটিশ রাজ পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজার পুত্রবধূ এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। এর আগে রাজা তৃতীয় চার্লস এবং প্রিস অ্যান্ড্রু’র সাবেক স্ত্রী ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসনও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।
শনিবার ২৩ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় নিজেই ক্যান্সারে আক্রান্তের বিষয়টি সামনে আনেন কেট মিডলটন।
ভিডিও বার্তায় কেট বলেছেন, গত জানুয়ারি মাসে তার একটি অস্ত্রোপচার হয়। ওই অস্ত্রোপচারের পর তার ক্যান্সার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
এর গত ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ রাজপরিবারে রাজা চার্লসও ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তারও চিকিৎসা চলছে। আক্রান্তের খবর প্রকাশের আগে প্রোস্টেটের চিকিৎসা করছিলেন ৭৫ বছর বয়সী রাজা চার্লস। পরে এক মুখপাত্র জানান, ক্যান্সারের ধরন প্রকাশ করা হয়নি, তবে এটি প্রোস্টেট ক্যান্সার নয়।
এছাড়া জানুয়ারিতে, প্রিস অ্যান্ড্রু’র সাবেক স্ত্রী ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসনের একজন প্রতিনিধি জানান, সারাহ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। স্তন ক্যান্সারের প্রাথমিক ধাপ নির্ণয়ের সাথে তার ম্যালিগন্যান্ট মেলানোমায় (স্কিন ক্যানসার) আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যায় ওই বিবৃতিতে।







