করণ জোহরের ছবি ‘দোস্তানা ২’ ছবি থেকে অজ্ঞাত কারণে বাদ পড়েন কার্তিক। তখন থেকেই তাদের অঘোষিত বিবাদ নিয়ে চর্চা শুরু হয়। আবার তাদেরকে দেখা গেল একসঙ্গে।
করণ জোহর আর কার্তিক একে অপরের মুখ দেখেননি এক বছর। ধর্মা প্রোডাকশনস বয়কট করেছিল কার্তিককে। সেই করণ আর কার্তিককে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক টেবিলে বসতে দেখা গেছে। একসঙ্গে নেচেছেনও তারা। এই অসাধ্য সাধন করেছেন বরুণ ধাওয়ান।
বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘যুগ যুগ জিও’-এর ‘নাচ পাঞ্জাবিয়া’ গানে মঞ্চে উঠে একসঙ্গে নেচেছেন কার্তিক-করণ। একই টেবিলে পাশাপাশি বসে হাসি মুখে গল্পও করতে দেখা গেছে তাদের। এসব ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তরা মনে করছেন তাদের বিবাদ মিটে গেছে। আবার অনেকেই মনে করছেন কেবল প্রচারণার জন্য এসব করেছেন তারা।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া টু’। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে। এরপরে করণ-কার্তিকের এই ভিডিও ও ছবিগুলো দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কি আবারও ‘দোস্তানা টু’-তে দেখা যাবে কার্তিককে?

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস