কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাকে ‘এক কোণায় ঠেলে দেওয়া হয়েছিল’। সরাসরি নাম উল্লেখ না করলেও কঙ্গনা সহ অনেকেই ধরে নিয়েছেন যে করণ জোহরই প্রিয়াঙ্কাকে বলিউড থেকে সরিয়ে দিয়েছেন। বলিউডের বিরুদ্ধে অভিযোগ করে হইচই ফেলে দিয়ে এবার সেই বলিউড পার্টিতেই অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। জড়িয়ে ধরেছেন করণ জোহরকেও।
৩১ মার্চ, শুক্রবার ধুমধাম করে উদ্বোধন করা হল ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বিশেষ পদক্ষেপ। মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি এবং ইশা আম্বানি। এক ছাদের নিচে এক হয়েছিলেন বলিউড তারকা ও তাদের পরিবারের সদস্যরাও। সেখানেই আমন্ত্রিত ছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দীপিকা ও রণবীর সিং-এর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রিয়াঙ্কার দিয়ে এগিয়ে যান করণ। প্রিয়াঙ্কাও এগিয়ে এসে আলিঙ্গন করেন করণকে। এরপর করণ জড়িয়ে ধরেন নিক জোনাসকেও।
ভিডিওটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন, ‘যেই বলিউড নিয়ে এত অভিযোগ, সেই বলিউড পার্টিতেই হাসি মুখে প্রিয়াঙ্কা। সবই লোক দেখানো!’ অনেকে বলেছেন, ‘এত কিছুর পরেও প্রিয়াঙ্কা আন্তরিকতা দেখিয়েছেন। এটা তার ম্যাচিউরিটির বহিঃপ্রকাশ।’

বলিউডে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়েই হিন্দি সিনেমার জগত ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়ে দিলেন, সম্প্রতি সেই প্রসঙ্গেই পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। আর তখনেই বলিউড বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ‘কৃষ’ খ্যাত এই অভিনেত্রী।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস