এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লিগ পর্বের খেলা। সবশেষ ম্যাচে করাচি কিংসকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। একইসঙ্গে নিশ্চিত হয়েছে প্লে-অফের লাইনআপও।
চলতি আসরে প্লে-অফে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স। পিএসএল ইতিহাসে প্রথমবার প্লে-অফে যেতে পারেনি পেশোয়ার জালমি। সবচেয়ে বেশি ম্যাচ হেরে সবার আগে বিদায় নিয়েছে মুলতান সুলতানস।
প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে শীর্ষ দুদল কোয়েটা ও ইসলামাবাদ। জিতলে সরাসরি ফাইনালে। হেরে গেলে থাকবে আরেকটি সুযোগ, দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম কোয়ালিফায়ারে ম্যাচ। বৃহস্পতিবার এলিমিনেটরে সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের লাহোরের প্রতিপক্ষ করাচি কিংস। এই ম্যাচও মাঠে গড়াবে রাত ৯টায়।
গত ম্যাচে লাহোরের হয়ে আসরে অভিষেক হয়েছে সাকিবের। ম্যাচে মলিন পারফরম্যান্স করলেও তার দল ঠিকই জয় তুলে এনেছিল। সুবাদে তারা উঠে আসে প্লে-অফে। এরপর আরেক টাইগার মেহেদীকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
করাচির বিপক্ষে সাকিব-মিরাজরা জিততে পারলে লাহোর চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। শুরক্রবার রাত ৯টায় হবে সেই ম্যাচ। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবে ইসলামাবাদ-কোয়েটা ম্যাচে হেরে যাওয়া দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলটি যাবে ২৫ তারিখের শিরোপা নির্ধারণী মঞ্চে।








