চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানহোপাত্র: নর্তকী থেকে কালোত্তীর্ণ সাধক

হাসিবা আলী বর্ণাহাসিবা আলী বর্ণা
২:৩২ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৩
শিল্প সাহিত্য
A A

ছয়শ বছর পার হলেও কমেনি তার রূপের খ্যাতি। অপরূপ রূপবতী, শহরের সেরা ধনী গণিকার কন্যা। নাচ-গানেও হয়ে উঠেছিলেন অসাধারণ পারদর্শী। হাজার পুরুষের কামনার সেই নারী, যাকে নিজের করে চেয়েছিলেন বিদরের রাজাও। কিন্তু ভাগ্যরেখায় কী ছিল তার? কিংবা জীবনের কাছে কী চেয়েছিলেন সে অনন্য রূপসী?

কিংবদন্তী হয়ে ওঠা সেই নারীর নাম কানহোপাত্র। ১৫ শতকে ভারতের মহারাষ্ট্রের পন্ধরপুরের কাছে মঙ্গলভেদ শহরের বিত্তশালী গণিকা শ্যামার মেয়ে। বাবার পরিচয় নেই। শহরের প্রভাবশালী পুরুষ সদাশিব তার বাবা হতে পারেন বলে মনে করতেন মা শ্যামা। মায়ের কাছেই নৃত্য ও সঙ্গীতে তালিম নিয়ে দক্ষ হয়ে ওঠেন কিশোরী কানহোপাত্র।

মহারাষ্ট্রের বিদরের রাজার বিশেষ অনুগ্রহ ছিল শ্যামার প্রতি। তাই শৈশব ঝাঁকজমকপূর্ণভাবেই কাটে কানহোপাত্রের। তবে অর্থবিত্ত ও আদর-যত্নে বেড়ে উঠলেও গণিকার সন্তান হিসেবে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল না। বিয়ে করাও ছিল নিষিদ্ধ। রূপবতী কানহোপাত্র সব পুরুষের নজর কাড়তেন।

শ্যামা চাইতেন মেয়েকে বিদরের রাজার কাছে পাঠাতে । বিদর রাজও তাকে যথাযথ সন্মান ও রাজকীয় পৃষ্ঠপোষকতা দিতে চেয়েছিলেন। কিন্তু কানহোপাত্র জাগতিক জীবনের বাইরে অনুসন্ধান করেছিলেন শান্তি। সব প্রত্যাখ্যান করে আশ্রয় খুঁজেছেন বিঠোবার (অবতার কৃষ্ণের আরেক রূপ) কাছে। বাড়ি থেকে পালিয়ে পান্ধারপুরে তপস্বীর জীবনই বেছে নিয়েছিলেন তিনি।যেখানে জাত-কূল, সামাজিক বৈধতা, অস্পৃশ্যতার স্থান নেই। ভক্তির পরম সমর্পনে সেখানে মুছে যায় সব বাধা।

তিনি একমাত্র নারী বারকারি (ভক্তিবাদী সম্প্রদায়) সাধক, যিনি কোনও গুরু, পুরুষ সাধু, বংশ বা ঐতিহ্যগত পরম্পরা ছাড়াই একমাত্র তার ভক্তির ভিত্তিতে সাধুত্ব অর্জন করেছেন । কানহোপাত্র মারাঠি ভাষায় বহু আবহাঙ বা সঙ্গীত রচনা করেছিলেন বলে ধরা হয়। যদিও মাত্র ৩০টি এখনো টিকে আছে। ‘সকল সান্ত গাথা’ নামের ‘আবহাঙ’ সংকলনে এসব অন্তর্ভুক্ত রয়েছে।

তার কবিতায় সমাজের অবিচারের বিরুদ্ধে তার প্রতিবাদ-সংগ্রাম, মানবতাবাদ এবং নিজেকে সুরক্ষায় সমাজ থেকে পালিয়ে প্রভু বিঠোবার আশ্রয়ে একান্ত সমর্পনের কথা উঠে এসেছে। কবিতায় তিনি ঈম্বরের সাথে চিরন্তন ভালোবাসার আধ্যাত্মিক সম্পর্ক তুলে ধরেছেন। ব্যতিক্রমী বিষয় যে, কিছু রচনায় তিনি বিঠোবাকে ‘মা’ হিসেবে উল্লেখ করেছেন। মহারাষ্ট্র জুড়ে তার আবহগুলো এখনও গাওয়া হয়।

Reneta

কানহোপাত্রর অন্তর্বেদনার কারণ, ধরণ ইতিহাসের ধূলায় আজ ঢাকা পড়ে গেছে। কিন্তু সে ব্যথাকে সফলভাবে প্রগাঢ় ভক্তির আনন্দে পরিণত করতে পেরেছিলেন তিনি। গণিকা-নতর্কী থেকে রূপান্তরিত হয়েছিলেন সময়কে মুঠোয় ধরে ফেলা সান্ত্ বা সাধকে। তাই বহু শতাব্দী পার হয়ে কানহোপাত্রের অসাধারণ সৌন্দর্য, তার শিল্পকলায় পারদর্শিতা, তার প্রতি বিদর রাজার আগ্রহ, ঈশ্বরের প্রতি তার ভক্তিমূলক সম্পর্ক লোকগাথায় পরিণত হয়েছে। পন্ধরপুরের মন্দিরে বিঠোবার চরণে তিনি দেহত্যাগ করেছিলেন বলে জানা যায়। তার সমাধিটিও মন্দিরের সীমানার মধ্যেই। আজও ভক্তিভরে স্মরণ করা হয় তার নাম।

১.
ও নারায়ণ, তুমি তো নিজেকে বলো পতিতপাবন
জাত অশুদ্ধ আমার
ভালোবাসায় বিশ্বাসের অভাব
স্বভাবে আচরণেও হীন।
পতিত কানহোপাত্র তোমার চরণে
নিজেকে করেছে উৎসর্গ
স্পর্ধায় দাবি জানায় তার
তোমার করুণার।

২.

ও দেবতাদের দেব,
দয়া করে বারবার পরীক্ষায় ফেলো না আমাকে!
আমার আত্মা এই দেহ থেকে মুক্তি খোঁজে
যেভাবে বাঘের মুখ থেকে ছাড়া পেতে চায় শিশু হরিণ।
এই মহাবিশ্বে তুমিই আমার একমাত্র আশ্রয়
সাহায্য করো বিঠোবাই, ও মা!
আমার শ্বাসরোধ হয়ে আসছে
ভেঙে পড়ছি টুকরো হয়ে
দয়া করো, আমাকে স্বাগত জানাও তোমার হৃদয়ে।

৩.
যদি তুমি নিজেকে বলো পতিতপাবন
তবে কেন আমাকে উদ্ধার করছো না, হে ভগবান?
যখন বলছি আমি, আমি যে শুধু তোমার
নিজেকে ছাড়া কাকে তুমি দোষ দেবে আর?
আমাকে যদি হরণ করে অন্য লোকে
সিংহের ভাগ যদি নিয়ে যায় শেয়ালে
লজ্জা তবে সিংহ ছাড়া আর কে পাবে?
কানহোপাত্র বলে, এই দেহ সপেছি তোমার চরণে
রক্ষা করো অন্তত তোমার নামের দোহাইয়ে।

ট্যাগ: কানহোপাত্রকৃষ্ণনর্তকীবিদরমহারাষ্ট্রসাধক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা

জানুয়ারি ২৯, ২০২৬

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

জানুয়ারি ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ক্যামেরা কেন টেপ দিয়ে ঢাকা থাকে?

জানুয়ারি ২৯, ২০২৬

দীপিকার জায়গায় ‘কল্কি ২’-তে সাই পল্লবী?

জানুয়ারি ২৯, ২০২৬

টালমাটাল মাদ্রিদকে হারিয়ে আরও একবার ইতিহাস লিখলেন মরিনহো

জানুয়ারি ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT