চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজনীতিতে আসার ইঙ্গিত কঙ্গনার

বিনোদন জগতের পাশাপাশি রাজনীতির ময়দানে কঙ্গনা রানাউতের আবির্ভাব নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। সেই গুঞ্জন উসকে দিয়ে এই বলিউড অভিনেত্রী নিজেই রাজনীতিতে আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে কঙ্গনা জানিয়েছেন, বিজেপির কাছ থেকে টিকিট পেলে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য হিমাচল প্রদেশ নির্বাচনে তিনি মান্ডি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।

অভিনেত্রী আরও বলেন, “পরিস্থিতি যাই হোক না কেন সরকার যদি নির্বাচনে আমার অংশগ্রহণ চায়, তাহলে আমি সব ধরনের ভোটে লড়াইয়ের জন্য প্রস্তুত। হিমাচল প্রদেশের মানুষ বা দল যদি আমাকে চায়, তাহলে সেটি আমার সম্মানের বিষয়। নির্বাচনে লড়তে আমার কোনো সমস্যা নেই।”

এদিকে রাজনীতিতে নাম লেখানোর প্রসঙ্গে কঙ্গনার ইঙ্গিতের পরেই তাকে বিজেপিতে স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে বেঁধে দিলেন শর্তও।

জেপি নাড্ডা বলেন, “কঙ্গনা রানাউতকে দলে যোগদানের জন্য স্বাগত জানাই। যদি কেউ সকলের জন্য কাজ করতে চান তাহলে দলে তার জায়গা সবসময়ই রয়েছে।” তবে কি দলে যোগ দিলেই নির্বাচনে লড়ার টিকিট পেয়ে যাবেন কঙ্গনা? এমন প্রশ্নের জবাবেই নাড্ডা শর্ত বেঁধে দিয়ে জানান, “লোকসভা ভোটের লড়ার টিকিট পাবেন কিনা, এ বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না। দলের তৃণমূল স্তরের কর্মী থেকে নির্বাচন কমিটি পর্যন্ত আলোচনার পরই তা স্থির হয়।”

সূত্র: জি নিউজ