মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় গুলিবর্ষণের একটি ঘটনার তদন্তে অভিনেতা ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে ওশিওয়ারার একটি আবাসিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে। তদন্তের অংশ হিসাবে কেআরকে-কে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
মুম্বাই পুলিশের একটি দলের জিজ্ঞাসাবাদের পর ওই অভিনেতাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি স্বীকার করেন যে গুলিটি তার বৈধ লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল।
পুলিশকে দেওয়া বয়ানে অভিনেতা জানান, কারও ক্ষতি করার কোন উদ্দেশ্য তার ছিল না। তার দাবি, বন্দুক পরিষ্কার করার সময়ই তিনি সেটি কাজ করছে কি না, তা দেখতে গুলি ছোড়েন। সে সময় তিনি নিজের বাড়ির সামনে থাকা বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গলের দিকেই বন্দুক তাক করে গুলি চালিয়েছিলেন।
অভিনেতার আরও বক্তব্য, তার ধারণা ছিল গুলিটি ম্যানগ্রোভের মধ্যেই হারিয়ে যাবে। তবে গুলি ছোড়ার মুহূর্তে হাওয়ার গতিপথ বদলে যাওয়ায় সেটি প্রত্যাশার চেয়ে অনেকটা দূরে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত ওশিওয়ারার একটি আবাসিকে আঘাত করে।
মুম্বাই পুলিশ আরও জানিয়েছে, শনিবার কেআরকে-কে আদালতে পেশ করা হবে। এরপর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তার পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। তদন্ত এখনও চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও নানা বিতর্কে বারবার শিরোনামে উঠে এসেছেন কামাল আর খান। সোশ্যাল মিডিয়ায় লাগাতার বিতর্কিত মন্তব্য, আক্রমণাত্মক ভাষা এবং তারকাদের নিয়ে কটাক্ষের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করে আইনি জটিলতায়ও জড়িয়েছেন কেআরকে।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রযোজিত ও অভিনীত ছবি ‘দেশদ্রোহী’ ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ছবির বিষয়বস্তু ও ভাষা নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংঘাত চলে। পাশাপাশি বিভিন্ন সময়ে ধর্ম, রাজনীতি ও জাতিগত প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য করে একাধিক এফআইআর-এর মুখোমুখি হতে হয়েছে তাকে।
২০২২ সালে একটি পুরনো যৌন হেনস্থার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কেআরকে। সেই সময়ও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ব্যক্তিগত আক্রমণ চালান। অনেক তারকাই প্রকাশ্যে তার আচরণের নিন্দা করেছেন। ইন্ডিয়া টুডে








