চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রবিবার সকাল শুরু হবে কাদেরী-ছাবিহার গানে

সংগীতের এক সময়ের আলোচিত জুটি কাদেরী কিবরিয়া এবং ছাবিহা মাহবুব। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে হচ্ছেন এই জুটি।

সম্প্রতি দেশে ফিরেছেন কাদেরী কিবরিয়া ও ছাবিহা মাহবুব। আর এর সুবাদে তাদেরকে পেয়েছে চ্যানেল আই পরিবার।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) এ জুটির গানেই হবে সকাল শুরু। এদিন সকাল ৭টা ৩৫ মিনিটে তারা হাজির হবেন চ্যানেল আই স্টুডিওতে। অংশ নেবেন ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে।

এ তথ্য জানিয়েছেন অনুষ্ঠান প্রযোজক অনন্যা রুমা। এক সময়ের জনপ্রিয় এই জুটির গান শুনে বহু শ্রোতাদর্শক নতুন করে মুগ্ধ হবেন, এমনটাই আশাবাদ তার।

কাদেরী কিবরিয়া ৯০-এর দশক থেকে সংগীত থেকে কিছুটা দূরে সরে ছিলেন। অন্যদিকে নজরুল সংগীতের আলোচিত শিল্পী ছাবিহা মাহবুবও দেশের সংগীত জগতে নিজেকে আড়াল করে রেখেছিরেন। ফলে এ জুটির আর এক সাথে গান গাওয়া হয়ে উঠেনি।

Labaid
BSH
Bellow Post-Green View