স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার রাতে বি-গ্রুপের ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল পায় লাল-সবুজের দল।
২২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন তাসিন আলী। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।
বাংলাদেশের পরের ম্যাচ ২৫মে, প্রতিপক্ষ মালয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ ব্যবধানে উড়িয়ে মালয়েশিয়া টুর্নামেন্ট শুরু করেছে।
এবারের আসরে অংশ নিয়েছে ১০ দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড। যাদের মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট।