
কিশোরগঞ্জে পুলিশের বাধায় যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি পণ্ড হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকাল ৪টার দিকে শহরের রথখলা ময়দানে পুলিশের লাঠিপেটায় যুবদলের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমন।
তবে পুলিশের দাবি, নিজেদের দুই পক্ষ মারামারি করে আহত হয়েছেন তারা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমন জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে বারবার কারা ফটকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেলে শহরের রথখলা ময়দানে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল আমাদের।
বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কিছু পরে মাঠের দুই দিক থেকে আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছিল। এমসয় পুলিশ তাতে বাধা দেয় ও আমাদের সমাবেশে হামলা চালিয়ে তা পণ্ড করে দেয়।

পুলিশের লাঠিপেটায় যুবদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ওরা নিজেরা নিজেরা দুই পক্ষ গ্যাঞ্জাম বাধিয়েছে। আমরা ঠেকিয়ে দিলাম দুই পক্ষকে।