শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আহত হন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এদিন তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারকাকে। তবে চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। কিন্তু আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।
নায়কের দলের তরফ থেকে যে বিবৃতি পোস্ট করা হয় সেখানে বলা হয়, বিজ্ঞাপনের চিত্রায়ন করতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন মিস্টার জুনিয়ার এনটিআর। তবে আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সকলকে আশ্বস্ত করে বলতে চাই, অভিনেতার আঘাত গুরুতর নয় তাই উদ্বেগের কোন কারণ নেই। আমরা আন্তরিকভাবে দর্শক, সংবাদ মাধ্যম এবং জনসাধারণকে যেকোনো ধরনের অনুমান থেকে বিরত থাকার অনুরোধ করছি।
কিছুদিন আগেই একটি ছবিতে দেখা যায় অভিনেতার ওজন অনেক কমে গেছে। একদিকে যেমন অভিনেতার এই স্লিম চেহারা দেখে অনেকে অবাক হয়েছেন তেমন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে। যদিও পরবর্তী সময়ে অভিনেতার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নব জানান, সম্পূর্ণ নিয়ম মেনেই এই ওজন কমিয়েছেন অভিনেতা। এতে উদ্বেগের কোন কারণ নেই।
জুনিয়র এনটিআর সর্বশেষ অভিনয় করেছেন ‘ওয়ার ২’ ছবিতে। এই ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রথম বলিউডে পদার্পণ করেন তিনি। সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে।
অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে তেমন ভালো আয় করতে পারেনি। বিশ্বব্যাপী ৩৬৪ কোটি টাকা এবং ভারতে মাত্র ২৩৬ কোটি টাকা আয় করেছে ছবিটি। –দ্য হিন্দু







