চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ আটক ১

KSRM

জয়পুরহাটের পুরানাপৈল এলাকা হতে দেশীয় তৈরি ৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনস জাকারিয়া হোসেন রকি (৩৫) নামে একজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, সে একজন কুখ্যাত সন্ত্রাসী, শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

আটককৃত রকি জেলার সদর উপজেলার পুরানাপৈল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

Bkash July

র‍্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ গভীর রাতে জয়পুরহাট  সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে ৪টি ওয়ান শুটারগান, ১টি এয়ারগান, ২ রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন ও ৬টি ডেগারসহ কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী জাকারিয়া হোসেন রকিকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান,  আটককৃত রকি একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহোল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত। তার নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা দায়ের করা হয়েছে যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View