নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ইসি সাংবাদিক অনুমোদন কার্ড ম্যানুয়ালি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি বলেন, ইতিমধ্যে যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের কার্ড দেওয়া হবে এবং নতুন করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।
তিনি আরও জানান, শেরপুরের নির্বাচনী প্রচারণার সময় যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সেই ঘটনায় স্থানীয় প্রশাসনের ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে প্রার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।
তিনি বলেন, শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বাকি যে প্রসিডিয়াল আসপেক্টস দ্রুত নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার বিকালে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাতবিতণ্ডায় জড়ান বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা যা এক পর্যায় সংঘাতে রূপ নেয়। এতে জামায়াতের নেতা রেজাউল করিম নিহত হন।







