বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানাতে পারেন কিয়ানু রিভস। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ভক্তদের আশার আলো দেখালেন লায়নস গেট মোশন পিকচার্স গ্রুপের সভাপতি জো ড্রেক।
জো ড্রেক আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডেডলাইন’-এ দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য কিয়ানুকে বিদায় জানাতে প্রস্তুত নই। তার বিকল্প আর কী হতে পারে!’
ড্রেক আরও বলেন, ‘ছবিতে ভিন্নতা আনতে মূল চরিত্র বদলানো ছাড়াও আরও অনেক কিছুই করতে পারি আমরা।’
‘জন উইক ফোর’ এর প্রিমিয়ার উপলক্ষে আয়োজন করা এক অনুষ্ঠানে রিভস জানিয়েছেন, তার ‘জন উইক’ চরিত্রটি ক্যামিও হিসেবে থাকছে উইক স্পিন অফিসের ‘ব্যালেরিনা’ সিনেমায়। ছবিতে অভিনয় করেছেন অ্যানা ডি আরমাস।

কিয়ানু রিভসের ক্যারিয়ার প্রসঙ্গ উঠলে অবধারিতভাবেই আসবে ‘জন উইক’ প্রসঙ্গ। ২০১৪ সালে ‘জন উইক’-এর প্রথম কিস্তি মুক্তির পর অভিনেতার প্রায় ডুবতে বসা ক্যারিয়ার চাঙ্গা হয়েছে। ভালো ব্যবসা করেছে দ্বিতীয় কিস্তি। ২০১৯ সালে ছবিটির তৃতীয় কিস্তি মুক্তির পর সেটিকে ‘জন উইক’ সিরিজের সেরা বলা হয়। তবে বক্স অফিসে সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ‘জন উইক ফোর’।
২৪ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘জন উইক ফোর’। ভক্তদের প্রশংসার সঙ্গে সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে ছবিটি।
সূত্র: সিএনএন