এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলমান আছে।
সর্বশেষ পরিসংখ্যান বিভাগ কেন্দ্রের ফল যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত মোট ১৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই প্রার্থীর ভোট ব্যবধান মাত্র ২৫।
১৮টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন মোট ২ হাজার ১৫৪ ভোট। অপরদিকে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১২৯ ভোট।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে একসাথে ৪ বিভাগের ফল গণনার পর ফল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি এখন পর্যন্ত পেয়েছেন ২ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন ২ হাজার ৮৮ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিলের প্রাপ্ত ভোট ১ হাজার ৮১৯।
সর্বশেষ ঘোষিত ১৮তম কেন্দ্র পরিসংখ্যান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১৯০ ভোট এবং একেএম রাকিব ৯৪ ভোট পেয়েছেন। একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৮৭ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৬ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৭৬ ভোট, আর তানজিল পেয়েছেন ৯১ ভোট।
এর আগের তিনটি কেন্দ্রের ফলাফলেও শিবির সমর্থিত প্রার্থীদের আধিপত্য লক্ষ্য করা গেছে। সমাজকর্ম বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১৮১ ভোট পেয়ে এগিয়ে থাকেন, একেএম রাকিব পান ১২১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৬৭ ভোট পেয়ে প্রথম হন, খাদিজাতুল কুবরা পান ৬৮ ভোট। তবে এজিএস পদে এই কেন্দ্রে ছাত্রদল–সমর্থিত প্রার্থী তানজিল ১৬২ ভোট পেয়ে এগিয়ে থাকেন, মাসুদ রানা পান ১৩০ ভোট।
সমাজবিজ্ঞান বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১৮২ ভোট এবং একেএম রাকিব ১২৯ ভোট পান। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৯০ ভোট ও খাদিজাতুল কুবরা ৭৬ ভোট পান। এজিএস পদে মাসুদ রানা ১৬০ ভোট পেয়ে এগিয়ে থাকেন, তানজিল পান ১১০ ভোট।
আইন ও ভূমি প্রশাসন বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১৫২ ভোট পেয়ে এগিয়ে থাকেন, একেএম রাকিব পান ১৩৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২৩৩ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকেন, খাদিজাতুল কুবরা পান ৩৭ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৫৬ ভোট এবং তানজিল ১১৯ ভোট পান।
নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, কেন্দ্রীয় সংসদের ২০ টি কেন্দ্রের ও হল সংসদের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। সবগুলো কেন্দ্রের ফলাফলের পর চূড়ান্তভাবে কেন্দ্রীয় ও হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে।








