চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জুলাই মাসের সেরা জয়সুরিয়া

আইসিসির মেয়েদের মাসসেরা ল্যাম্ব

টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ২৯ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন। দুবার হয়েছেন ম্যাচসেরা, একবার সিরিজসেরা। এবার আইসিসির পক্ষ থেকেও এলো সুখবর। সেই প্রাবাথ জয়সুরিয়া জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

সোমবার ছেলে ও মেয়েদের জুলাই মাসের সেরা খেলোয়াড়ের নাম জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। লঙ্কান স্পিনারের সঙ্গে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন এমা ল্যাম্ব। সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে খেতাব জিতলেন ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে ১৩৪ রান করা ইংল্যান্ডের ডানহাতি ওপেনার।

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুই টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন জয়সুরিয়া। অজিদের বিপক্ষে অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়ে প্রথমবার আলো কাড়েন। তার বোলিংয়ে ভর করেই সফরকারীদের ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে হারায় লঙ্কানরা।

অস্ট্রেলিয়া সিরিজের দুর্দান্ত ফর্ম পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখেন ৩০ বর্ষী স্পিনার। এ সিরিজের দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতে নেন বাঁহাতি স্পিনার।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই এমন অর্জনে আনন্দিত জয়সুরিয়া। দুর্গম যাত্রায় পাশে থাকার জন্য কোচ, সতীর্থ, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

‘এই ঘোষণায় অনেক আনন্দিত এবং আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে আমাকে ভোট দেয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমার যাত্রায় সাহায্য করার জন্য ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ। এই মুহূর্তে আমি অনেক রোমাঞ্চিত।’

জুন মাসে আইসিসির সেরা খেলোয়াড় হওয়ার পর জুলাইতেও সেরার দৌড়ে মনোনয়ন পেয়েছিলেন বেয়ারস্টো। ভারতের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন ডানহাতি ইংলিশ ব্যাটার।

জুলাইয়ের সেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন ফ্রান্সের ‘ওয়ান্ডার বয়’ গুস্তাভ ম্যাককিওন। টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ইউরোপ উপ-আঞ্চলিক বাছাইপর্বে একের পর এক রেকর্ড গড়েছেন ১৮ বর্ষী ব্যাটার।

আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করে সাড়া ফেলেছেন ম্যাককিওন। মাত্র চারদিনের ব্যবধানে আবারও সেঞ্চুরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়েন ডানহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পরপর সেঞ্চুরির মালিক এখন কেবল তিনিই। নরওয়ে ও সুইজারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি দুটি করেন ফ্রান্সের ওপেনার।

প্রথম তিন ম্যাচ পরে আরও একটি বিশ্বরেকর্ড গড়েন ম্যাককিওন। অভিষেকের পর প্রথম তিন টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও এখন তার। পর্তুগালের আজহার আনদানির রেকর্ড ভেঙেছেন ফ্রেঞ্চম্যান। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে করেছিলেন মোট ২২৭ রান। ম্যাককিওনের ২৮৬ রান। মাসসেরার দৌড়ে অবশ্য তিনের মধ্যে থাকাতেই সন্তুষ্ট হতে হচ্ছে তাকে।