
তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে জাপান। শুক্রবার এ আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
জাপান বলছে: চীনের এমন আচরণ গুরুতর সমস্যা। এ ধরনের মহড়া তাদের জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষার ওপর হুমকি।
টোকিওর অভিযোগ: চীনের পাঁচটি ক্ষেপণাস্ত্র তার দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। এর মধ্যে চারটি তাইওয়ানের ওপর দিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি বর্তমানে জাপানে অবস্থান করছেন। দু’জনের আলোচনায় ফুমিও কিশিদা পেলোসিকে জানান, আমরা চীনকে দ্রুত সামরিক মহড়া বন্ধের আহ্বান জানিয়েছি।

পেলোসি-কিশিদা’র আলোচনায় ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় বিশেষ করে উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দুই নেতা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার বিষয়ে কথা বলেন।