কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত থাকবেন দেশের একঝাঁক তারকা। সেখানেই গাইবেন দেশ সেরা রকস্টার মাহফুজ আনাম জেমস।
সম্প্রতি দোহার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কনসার্টসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।
জানা গেছে, দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৪টায় গেট খোলা হবে এবং অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। উপস্থাপনায় থাকবেন আরশিয়া আলম।
মঞ্চে আরো থাকবেন বিদ্যা সিনহা মিম, ববি হক, বেলি আফরোজসহ অনেকে।








