চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৫২ বছরে পদার্পণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শীতের অতিথি পাখিদের নিরাপদ অভয়াশ্রম ও প্রাকৃতিক সৌন্দর্যের রানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গৌরবের ৫১ পেরিয়ে ৫২ বছরে পদার্পণ করেছে। ১৯৭১ সালের ১২ জানুয়ারি তথা আজকের এইদিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যার মোট আয়তন ৬৯৭.৫৬ একর।

১৯৭০ সালে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামে দেশের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’ থেকে এর নামকরণ করা হয়। প্রথম ব্যাচে মাত্র ৪টি বিভাগ ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬টি অনুষদ ও ৩টি ইনস্টিটিউটের অধীনে ৩৭টি বিভাগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করেন। বিপুল সংখ্যক এসব শিক্ষার্থীদের জন্য রয়েছে ২২টি আবাসিক হল।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিনের শরুতে সকাল সাড়ে ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে সমাবেশ, সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় ছাত্র শিক্ষক কেন্দ্রে জব ফেয়ার, রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সাড়ে ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও সন্ধ্যা ৭টায় শিল্পী ‘শফি মন্ডলের একক সংগীতানুষ্ঠান’ লোকসংগীত এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হবে।