মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ৬ ফেব্রুয়ারি মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বেলা ১২টায় মহানগরীর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় মরহুমার পরিবারের সদস্য ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেণী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অন্যদিকে সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে জাহানারা জামানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।