চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছিলেন মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার বিকেলে তিনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভীকে অভিনন্দন জানান।

আইভীও তার জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জবাসীসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্যই নৌকার জয় হয়েছে।

দেখা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে একটি নৌকা তুলে দেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র।

উৎসব মুখর ভোট উৎসবের মাধ্যমে গতকাল (বৃহস্পতিবার) টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে আইভী পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পান ৯৬ হাজার ৪৪ ভোট।

সেই হিসেবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হন আইভী।