চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আর্চারির সোনার মেয়ে দিয়া পেলেন জিপিএ-৫

বাংলাদেশের তারকা আর্চার দিয়া সিদ্দিকী উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফলাফলের ছবিসহ খুশির খবরটি জানান তিনি।

খুশির খবর জানিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র শিক্ষার্থী দিয়া সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

Bkash July

২০২১ সালে আর্চারির বিশ্বকাপে যৌথভাবে রুপা জিতেছেন ১৭ বর্ষী দিয়া। ওই বিশ্বকাপে বাংলাদেশ মিক্সড রিকার্ভে নেদারল্যান্ডসের কাছে হেরে রানার্সআপ হয়। আর্চারির বিশ্বকাপে সেটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

২০১৯ সালে ঢাকায় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবার স্বর্ণপদক জেতেন দিয়া। কদিন আগে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। আগামী মাসে এশিয়া কাপ স্টেজ ওয়ান টুর্নামেন্ট খেলতে চাইনিজ তাইপে যাবেন।

Labaid
BSH
Bellow Post-Green View