
ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় আহত হয়েছে সিরিয়ার একজন সেনা সদস্য।
সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, আজ বুধবার মধ্যরাতে স্থানীয় সময় রাত ১টার দিকে ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ায় এই বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইসরায়েল সিরিয়ার রাজধানী শহর দামেস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে দখলকৃত গোলান মালভূমির দিক থেকে বিমান হামলা চালায়। এই বিমান হামলায় সিরিয়ার একজন সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে এবং দেশটির কাঠামোগত ক্ষতি হয়েছে।
এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলাকালে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে কয়েকশ বার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ায় চালানো হামলার বিষয়ে ইসরায়েলকে খুব কমই মন্তব্য করতে দেখা গিয়েছে। তবে দেশটি বারবার বলে আসছে, তারা তাদের প্রধান শত্রু ইরানকে সেখানে অবস্থান শক্ত করতে দেবে না।
বিজ্ঞাপন