গাজার আল শিফা হাসপাতালের নিচে হামাসের তৈরি দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছে ইসরায়েলি বাহিনী। হামাস বরাবর এই দাবি অস্বীকার করে আসছে।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৯ নভেম্বর) স্থানীয় সময় রোববার গাজার আল শিফা হাসপাতালের নিচে হামাসের তৈরি একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করে ৫৫ মিটার দীর্ঘ এবং ১০ মিটার গভীর সেই সুড়ঙ্গের ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।
তাদের দাবি, হাসপাতালের অসংখ্য ভবন হামাস তাদের কার্যপরিচালনার জন্য ব্যবহার করতো। তবে হামাস বরাবর এই দাবি অস্বীকার করে আসছে। হাসপাতালটিতে সময়ের আগে জন্ম নেওয়া ৩১ শিশুকে দক্ষিণ গাজায় নিরাপদে নিয়ে আসা হয়েছে। তবে নবজাত এই শিশুদের অনেকেরই বাবা-মা ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহীদের সদস্যরা জানিয়েছে, জাহাজটিকে ইয়েমেনের বন্দরে নেওয়া হয়েছে। তবে, জাহাজটি ইসরায়েলের নয় এবং ক্রুদের মধ্যে কোন ইসরায়েলি ছিল না বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই কর্মকাণ্ডকে ইরানি সন্ত্রাসবাদ বল্যে মন্তব্য করেছেন। তবে এখন পর্যন্ত ইরান এই প্রসঙ্গে কোন মন্তব্য করেনি।
বিজ্ঞাপন