এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুদ্ধবিরতি কার্যকরের ৫ মাসের মাথায় এবার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ মার্চ) যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ করে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এ হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের বিনৎ জাবেলি ও তুলিনে ৩ জন এবং টায়ারে ৫ জন নিহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। জবাবে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তারা। হিজবুল্লাহর দাবি ইসরায়েল কোনো হামলা চালায়নি তারা। যুদ্ধবিরতিও মেনে চলছে তারা।
এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল।








