চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আইস্ক্রিনে রাজের ৩ ছবি, শুভ কামনা পরীর

গালা ইভিনিংয়ের মাধ্যমে সম্প্রতি জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’।

বৃহস্পতিবার রাত থেকে এই প্লাটফর্মে দর্শক দেখতে পারছেন বড়পর্দার আলোচিত তিন ছবি। এরমধ্যে দুটি ছবিতেই আছেন সময়ের আলোচিত চিত্রতারকা শরিফুল রাজ।

Bkash July

আগামিতে আইস্ক্রিনে আসতে চলেছে রাজের একেবারে নতুন আরেকটি ছবি। নাম ‘রক্তজবা’। ইমপ্রেস টেলিফিল্ম পরিচালিত ছবিটি পরিচালনা করেছেন ‘কাঠবিড়ালী’ খ্যাত নিয়ামূল মুক্তা। এই ছবিতে রাজের বিপরীতে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।

বৃহস্পতিবার আইস্ক্রিনের গালা ইভেন্টে রাজের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। আইস্ক্রিনে রাজের তিন ছবির প্রমোশন পোস্টারের সামনে ছবিও তুলেছেন তারা।

Reneta June

হাওয়া, দামাল ও রক্তজবা- পোস্টারগুলোর সামনে রাজ-পরী দাঁড়িয়ে তুলেছেন ছবি। যেগুলো শেয়ার করে পরী শুভ কামনা জানিয়েছেন ওটিটির নতুন প্লাটফর্ম আইস্ক্রিনকে, সেইসঙ্গে অভিনন্দন জানিয়েছেন স্বামী রাজকে।

Labaid
BSH
Bellow Post-Green View