চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কি পালিয়ে বেড়াচ্ছেন?

সম্প্রতি অঘোষিত সফরে নেদারল্যান্ডে পৌঁছেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে গত বুধবার আকস্মিক সফরে ফিনল্যান্ডে গিয়েছিলেন তিনি। রাশিয়ার ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনার পর জেলেনস্কির পর পর দু’টি অঘোষিত সফর বিশ্বমহলে এক ধরণের রহস্য তৈরি করেছে।

ইউক্রেনের দ্বারা রাশিয়ায় ড্রোন হামলার ঘটনার পর পরই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ গোপনীয়তার সাথে পর পর দুটি অঘোষিত সফরে দু’টি দেশে অবস্থান করেছেন। প্রশ্ন হল রাশিয়ায় এই ড্রোন হামলার ঘটনার সাথে ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডে তার এই আকস্মিক সফরের কোন সংযোগ আছে কি?

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

গত মঙ্গলবার রাতে মানুষবিহীন শক্তিশালী ড্রোনের মাধ্যমে রাশিয়ার ক্রেমলিনে আক্রমণ চালায় ইউক্রেন। একটি ভিডিওতে দেখা যায় অল্প সময়ের ব্যবধানে দুটি ড্রোন মস্কোর কেন্দ্রস্থলে বড় একটি সরকারি কমপ্লেক্সের উপর দিয়ে উড়ছে। এর পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়া তাদের ইলেকট্রনিক রাডার অ্যাসেট ব্যবহার করে ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করে দেয়।

রাশিয়ার অভিযোগ এবং হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানান হয়, তারা হামলার ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ এবং তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা হিসেবে দেখছে। সময়মত তারা এর উপযুক্ত জবাব দেবে বলে ইউক্রেনকে হুমকিও দেয় রাশিয়া। সম্প্রতি এই ঘটনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযোগ আছে বলেও অভিযোগ করেছে তারা।

অভিযোগ এবং হুমকির প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

গত মঙ্গলবারের এই ড্রোন হামলার ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার অভিযোগ এবং হুমকির পর গত বুধবার একটি অঘোষিত সফরে ইউক্রেন ত্যাগ করে ফিনল্যান্ডে অবস্থান নেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার এমন হুমকিই তার এই সফরের কারণ ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে ফিনল্যান্ড সফরে থাকাকালীন এক সংবাদ সম্মেলেনে তিনি বলেন, তারা মস্কো বা পুতিনের ওপর কোন হামলা করেনি। বরং নিজেদের ভূখণ্ডের জন্যই লড়াই করেছে তারা। তারপরও আকস্মিক ভাবে নিজ দেশের বাইরে গিয়ে অভিযোগ অস্বীকার করার ঘটনা অনেকটা হুমকির কারণে সতর্কতামূলক আচরণ বলেই মনে হচ্ছে।

আবার আকস্মিক ফিনল্যান্ড সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার বেশ গোপনীয়তার মধ্য দিয়ে নেদারল্যান্ডে অবতরণ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার অভিযোগ বা হুমকি যে কারণেই হোক তার এই বার বার অঘোষিত সফর বিশ্বমহলে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে।