৪ দিনের চলমান যুদ্ধবিরতি শেষ হলেই আবারও হামাসের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েলি সেনারা। আর যুদ্ধ শুরু হলে হামাসের বিরুদ্ধে ‘আয়রন বিম লেজার গান’ ব্যবহার করতে পারে ইসরায়েল। নিজেদের দেশের আকাশকে নিরাপদ রাখতে এবার ইসরায়েল এই মহাশক্তিধর হাতিয়ার কাজে লাগাবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আকাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই হামাসের সঙ্গে ক্রমাগত যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো অত্যাধুনিক লেজার অস্ত্র ব্যবহার করতে চলেছে ইসরায়েল। অত্যাধুনিক এই লেজার অস্ত্র ‘স্টার ওয়ার্স’ এবং ‘স্টার ট্রেক’-এর মতো কল্পবিজ্ঞানের সিনেমার অস্ত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে ধারণা করা হয়।
২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি ‘আয়রন বিম লেজার গান’ প্রথম সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে জনসমক্ষে আনা হয়। ইসরায়েলকে শত্রু দেশের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই অস্ত্রটি তৈরি করা হয়েছিল। ২০২৫ সাল নাগাদ এই অস্ত্র ইসরায়েলের সেনাবাহিনীতে পাকাপাকি ভাবে জায়গা করে নেওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তাড়াহুড়ো করেই এর ব্যবহার শুরু করতে যাচ্ছে ইসরায়েল।
‘আয়রন বিম লেজার গান’ তৈরির খরচ অনেক কম। এছাড়াও এটি অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে হালকা এবং ছোট হওয়ার কারণে এটিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আর লুকিয়ে ফেলাও সহজ। তবে এর কিছু ত্রুটি রয়েছে। এই অস্ত্র ভিজে গেলে তা সঠিক ভাবে কাজ নাও করতে পারে। স্যাঁতসেঁতে আবহাওয়াতে লেজার রশ্মি লক্ষ্যে পৌঁছানোর আগেই সম্ভাব্য শক্তির ৩০ থেকে ৪০ শতাংশ হারাবে।







