চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আরেকটি আক্ষেপে নাম লেখালেন হৃদয়

বিপিএলে ভয়ডরহীন ক্রিকেট খেলা তাওহিদ হৃদয় আন্তর্জাতিক মঞ্চে এসেও দুর্দান্ত। সিলেটে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়ার পর দুই ম্যাচেই নজরকাড়া ব্যাটিং করেছেন। তারপরও থেকে গেল কিছুটা আক্ষেপ।

প্রথম ম্যাচে ৮ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হওয়ার পর এবার বঞ্চিত হলেন ফিফটির হাতছানি থেকে। ১ রান করলেই টানা দুই ফিফটির দেখা পেতেন অভিষেক ওয়ানডে সিরিজে।

Bkash July

৩৪ বল খেলে মার্ক অ্যাডায়ারের বলে লরকন ট্যাকারের হাতে ক্যাচ দেন, করেন ৪৯ রান। এরআগে অভিষেক ওয়ানডে খেলতে নেমে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রানের দেখা পান হৃদয়। অভিষিক্তদের মধ্যে সর্বোচ্চ ৯২ রানে আউট হলেও পুড়েছিলেন সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আক্ষেপে।

পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১২৮ রানের জুটি গড়ে ৪৯ রানে আউট হলেও মুশফিক বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন। দলীয় সর্বোচ্চ ৩৪৯ রানের রেকর্ড করলেও আক্ষেপে পুড়তে হয়েছে পুরো দলকে। বৃষ্টির কারণে ম্যাচটি হয়েছে পরিত্যক্ত।

Labaid
BSH
Bellow Post-Green View